টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে আবরার আহিল (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। নিহত আবরার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিজারুল ইসলাম সাগরের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আবরার খেলতে খেলতে বাসার ভেতরে পরিত্যক্ত ডোবায় পড়ে যায়। এ সময় পরিবারের দৃষ্টিগোচর হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।






