মুহাম্মাদ ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৪-আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা মহানগর যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ ১৪ জুলাই শুক্রবার বিকাল ৫টায় রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর জয় বাংলার মাঠে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা’র সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে তৃনমূল নেতাকর্মী ও সর্বসাধারণের সাথে মতবিনিময় করেন।
রাজাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌরপদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় পলাশ বলেন, রাষ্ট্রবিরোধী সকল অপশক্তিকে রুখে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্রে যে সামগ্রিক উন্নয়ন অগ্রগতি হয়েছে তা অব্যাহত রাখতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার
কোন বিকল্প নেই।
প্রভাষক মনি শংকর নাগের সঞ্চালনায়
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন,
রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আয়ূব মল্লিক বাবু,আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক,জেলা কৃষক লীগ নেতা খান মুজিবুর রহমান কুটি,তারিকুজ্জামান লিপন,আনিসুর রহমান মাসুম,আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খোকন বিশ্বাস,দপ্তর সম্পাদক মুজিবুর রহমান বাবুল,খান সাইফুল ইসলাম খোকন,বুলু মল্লিক,শামীম হাসান তুহিন,সুন্দর মন্ডল,মোসলেম পেসকার,আব্দুল হক,মোঃ হাফিজুর রহমান,হারুনার রশিদ খোকন,শেখ বাবুল,ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম শিমুল, যুবলীগ নেতা জামাল ফকির,মনির হোসেন, ইউপি সদস্য সোহেল মল্লিক,শাহরিয়ার হোসেন মানিক,মেজবাবুর রহমান,প্রিতম খান,গৌতম সাহা,মাহফুজ শেখ ,জাহিদুর রহমান, কার্তিক শীল,শেখ মাহফুজ,পলাশ মন্ডল, আসাদুজ্জামান বাবু,জহির আব্বাস,ঝলক বিশ্বাস,মুক্তাজুর ইসলাম সোহাগ,হাসান হাওলাদার,জনি খান,আফজাল,সজিব মল্লিক,আমিরুল শিকদার,শহিদুল ইসলাম,সিদ্ধার্ত বিশ্বাস,রাজ্জাক সরদার,আফজাল, উজ্জল,উত্তম সাহা,খলিল হাওলাদার,মোঃ ইমারত,জুয়েল গাজী,শরিফুল ইসলাম, সোহাগ ফরাজি, শরীফ খান, সাইফুল,পারভেজ, ইসরাফিল শেখ,অয়ন,মনির,মামুন,খান শাহাবুদ্দিন শুভ,আলভী,নাহিদ হাসান সোহেল,নুরুল ইসলাম জনি,সাইদুর রহমান,হারুনার রশিদ,শাহাদাত,অর্চনা বিশ্বাস,সন্ধ্যা বিশ্বাস,অপু পাত্র,হিমেল,শিফাত,মিরাজ,মোশারেফ,রাকিব,বিল্লাল,
রূবেল খান,আদনান,মোঃ চয়ন হোসেনসহ তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।