মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:-
ঝালকাঠি শহরের কাঠালতলায় অবস্থিত ইয়াসের প্রধান কার্যালয়ে আজ ০৮ জুলাই ২০২৩ খ্রি. রোজ শনিবার বিকাল ০৫ ঘটিকায় ইয়ুথ এ্যাকশন সোসাইটি-ইয়াসের প্রোজেক্ট “স্বাবলম্বি” এর আওতায় দরিদ্র নারীকে সেলাই মেশিন ও বর্ষায় বৃষ্টি থেকে সুরক্ষায় থাকতে রিক্সা চালকের মাঝে ইয়াসের লোগো সম্বলিত ছাতা বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ইয়ুথ এ্যাকশন সোসাইটি-ইয়াস’র উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, উপদেষ্টা ও এ্যাডভোকেট আক্কাস সিকদার, উপদেষ্টা ও সমাজসেবক ছবির হোসেন, শুভাকাঙ্খী ইয়াসের সভাপতি আবির হোসেন রানা, সহ-সভাপতি এস.এম. পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা সহ সদস্য শাকিল হাওলাদার রনি, মশিউর রহমান খোকন,মোহাম্মদ ইব্রাহিম খলিল, সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইয়াসের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি।
সংগঠনের উপদেষ্টা সোনালী জানান সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে ইয়াসের উপদেষ্টা, শুভাকাঙ্খী ও সদস্যদের অর্থায়নে আমরা ইয়াসের বিশেষ প্রোজেক্ট “স্বাবলম্বি” এর আয়োজন করি। এরই অংশ হিসেবে আজ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি বর্ষায় শহরের যেসব রিক্সা চালক আছেন তাদের মাঝে উপদেষ্টা ও সদস্যদের উপস্থিতিতে ছাতা বিতরণ করা হয়।