আহাদ আবদুল্লাহ,দেবিদ্বার উপজেলা প্রতিনিধি: আসন্ন ১৭ জুলাই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবিদ্বার পৌর নির্বাচন।
দীর্ঘ ২২ বছর পর পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মানুষের খুশির সীমা নেই। তবে বিভিন্ন জরিপে দেখা যায় বিভিন্ন কাউন্সিলর প্রার্থীদের মধ্যে পৌরসভা যুবলীগের সভাপতি সুমন অন্যান্য প্রার্থীদের চাইতে এগিয়ে আছেন।
এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ২২ বছর কোন নির্বাচন না হওয়ায় মানুষ উন্নয়ন বঞ্চিত ছিল। ছাত্র জীবন থেকে আমি রাজনীতি করেছি। মানুষের সুখ দুঃখ খুব কাছ থেকে উপলব্ধি করেছি। ৮ নং ওয়ার্ডের জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আগামী দিনে সকলকে সাথে নিয়ে আধুনিক ও স্মার্ট ওয়ার্ড গঠনে আমি বদ্বপরিকর।