মোঃ ইব্রাহিম খলিল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসার এসএসসি-২০১৫ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাচটির প্রায় জন ১৭ সদস্য অংশ নেয় এই মিলন মেলায়।
তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসা অডিটরিয়ামে রোজ শুক্রবার ( ৩০ জুন ) এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
বিকেল পাঁচটায় শুরু হয়ে ৮:৩০ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয়
ঢাকা থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করা রবিউল ইসলাম বলেন, আমরা ৮ বছর আগে এসএসসি পরীক্ষা দেওয়ার পর এতদিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিলাম। এই অনুষ্ঠানে সব বন্ধুকে এক সঙ্গে পেয়ে আবেগাপ্লুত এবং ভীষণ আনন্দিত। এজন্য আমাদের ব্যাচের মেসেঞ্জার গ্রুপের এডমিন আরিফ ও ইব্রাহিম এবং যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠান সম্পর্কে এসএসসি-২০১৫
ব্যাচের আয়োজক মোঃ আরিফ বলেন, আমি প্রথমে উদ্যোগ নেই এরপর ইব্রাহিম সহ সবাই স্বতঃস্ফূর্ত ভাবে সাহায্য এবং অংশগ্রহণ করার কারণে অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যমন্ডিত করতে পেরেছি আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আরিফ আরো বলেন , “করোনার ভিতর আমরা ফেসবুক মেসেঞ্জার গ্রুপটি তৈরি করলেও কখনও সরাসরি একসঙ্গে হতে পারিনি। তাই আমাদের এই মিলন মেলার আয়োজন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বন্ধুরা যাতে একে অপরের পাশে দাঁড়াতে পারি এটাই প্রত্যাশা।”
অনুষ্ঠানে তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন এবং তিনি সমস্ত ছাত্রদের জীবন উন্নতি করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পরিশেষে এসএসসি ২০১৫ এর শিক্ষার্থী মোঃ ইব্রাহিম খলিল এর দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়