ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, সিলেট নগরীর সচেতন জনগণ অথর্ব, দলান্ধ, অযোগ্য নির্বাচন কমিশনের অধীনের সিটি নির্বাচন বর্জন করেছে। তিনি বলেন, কাউন্সিলর প্রার্থীদের কিছু ভোটার ভোট কেন্দ্রে গিয়েছে।
মাওলানা মাহমুদুল হাসান বলেন, ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীরের ওপর আওয়ামী সন্ত্রাসীদের নেক্কারজনক হামলা ও সিইসির জঘন্য মন্তব্যের পর কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সুষ্ঠ নির্বাচনের দাবীতে এবং ভোটারদের নিরাপত্তায় সিলেট সিটির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি।
তিনি বলেন, একটি সংগঠনের সিনিয়র নায়েবে আমীরের মত মেয়র প্রার্থীর উপর হামলা ও সিইসির এমন জঘন্য বক্তব্য বলে দেয় এমন পরিস্থিতিতে এই সরকার ও সিইসির অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
ভোট বর্জন করায় সিলেটের ভোটারদেরকে ধন্যবাদ জানিয়ে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি আজ ২১ জুন, বুধবার, গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার ও সিইসির অধীনে কোন নির্বাচন সুষ্ট হবে এমনটা আশা করা যায় না, বরং ভোটাররা নিজেদের উপর হামলার আশঙ্কায় ভীত থাকেন। সিলেটে আমরা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ায় সিলেটের সচেতন জনগণও নির্বাচন বর্জন করেছেন। এতে প্রমাণ হয়েছে- জনগণ আমাদের সাথে আছেন। সিলেট সিটি নির্বাচনে আমার কথায় সাড়া দিয়ে নির্বাচন বর্জন করায় সিলেটের আপামর জনসাধারণকে আমি অভিনন্দন জানাচ্ছি।