মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি প্রতিনিধিঃ জামালপুরের বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ের সামনের সড়কে আজ রোববার সকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সিনিয়র সাংবাদিক দুলাল সাহা, এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলক সাহা, সাংবাদিক আতিকুর রহমান, মানিক আচার্য্য, রিপোর্টার্স ইউনিটির সভাপতি একেএম মোতালেব হোসেন ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মোঃ মনির হোসেন সহ আরো অনেকে।
বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধসহ সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।