মোঃ ইয়াছিন আরাফাত, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী ও সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের উপর হামলা ও সিইসির বক্তব্যের প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।এই হামলা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত বলে দাবি করে অবিলম্বে আওয়ামী হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখা শুক্রবার (১৬ জুন) বাদ আছর রায়পুর নতুন বাজারে এই বিক্ষোভ মিছিল করেন।
রায়পুর উপজেলার সহ-সভাপতি ডাঃ আব্দুল খালেকের সভাপতিত্বে এবং ইসলামী ছাত্র আন্দোলন রায়পুর শহর শাখার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন।
প্রধান অতিথি বলেন,শায়খে চরমোনাইকে নিয়ে মানসিক বিকারগ্রস্ত প্রধান নির্বাচন কমিশনারের কাণ্ডজ্ঞানহীন ও দৃষ্টতাপূর্ণ বক্তব্য ও খুলনা বরিশালে অনুষ্ঠিতব্য ডিজিটাল প্রহসনে নির্বাচন ও বিসিসি মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের উপর বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। “তিনি ইন্তেকাল করেছেন?”শায়খে চরমোনাই কে নিয়ে এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বের সাথে বড্ড বেমানান। তিনি আওয়ামী লীগের সুরেই কথা বলেছেন। সংগঠনের জেলা সেক্রেটারি আরো বলেন সিটি নির্বাচনের ব্যর্থতার দায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে পদত্যাগ করা উচিত। অন্যথায় দেশের জনগণ ব্যর্থ ও অযোগ্য সিইসি কে পদত্যাগ করতে বাধ্য করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এতে আরো বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন,বামুক সেক্রেটারী মাস্টার শাহজাহান পাটওয়ারী, ইয়াছিন আকিব, ইয়াছিন হোসেন, আরিফুল ইসলাম,প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এস.আই/