মোহাম্মদ ইব্রাহিম খলিল , ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটির দপদপিয়া পুরান ফেরীঘাটে ইট চাপায় এম.এইচ. ব্রিকফিল্ডের একজন শ্রমিক নিহত হয়েছে।
নিহত ব্যক্তি দপদপিয়া ৭ নং ওয়ার্ডের শেখরকাঠী গ্রামের মোরশেদ হাওলাদারের ছেলে আব্দুস সালাম হাওলাদার।
গতকাল ইট চাপায় আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-এ-বাংলা হসপিটালে ভর্তি করা হলে আজ তার মৃত্যু ঘটে।এ সময় ঘটনাস্থলে ব্রিকফিল্ডের মালিক বা কার্যনির্বাহী কেউকে খুঁজে পাওয়া যায়নি।
নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন,”ইট চাপায় মৃত্যুর ঘটনাটি নজরে এসেছে।এ ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।