ক্যাম্পাস প্রতিনিধিঃ রবিউল ইসলাম রেজা: রাজধানীর ঐতিহ্যবাহ কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানার (৩০)আর বেচে নেই, মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন।
তিনি,কবি নজরুল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার বাসিন্দা। তবে তিনি রাজধানীর চানখাঁরপুল এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান ‘ওয়াসিম রানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি।’ মরদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও নিশ্চিত করেন বাচ্চু মিয়া।