মুহাম্মাদ ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা থানার শিয়ালী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে আশিক মন্ডল ওরফে লাটিম (২২ ) নামে এক মাদক বিক্রেতা কে ৫৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত আশিক রূপসা উপজেলার বলটি গ্রামের মৃত: প্রফুল্ল মন্ডল এর ছেলে।
মামলা সূত্র জানায়, শিয়ালী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই হাবিবুর রহমান গত ২৮ মে সন্ধ্যায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে চাঁদপুর বাজার এলাকায় পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে শিয়ালী বাজারস্থ গোয়াড়া চাঁদপুর পাকা রাস্তার উপর
মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে আশিক কে আটক করে।
এসময় তার দেহ তল্লাশি করে ৫৫ গ্রাম গাঁজা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
এস আই হাবিবুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। যার নং ২১, তাং- ২৯/৫/২৩।
এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত যুবক বিভিন্ন স্থান হইতে মাদকদ্রব্য সংগ্রহ করিয়া সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে প্রাথমিকভাবে সে স্বীকার করে।