ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, বরিশালের মানুষ মশার উপদ্রবে অতিষ্ট। এ বিষয়ে কার্যকর পদক্ষেপের অভাবে ডেঙ্গু সহ মশকবাহী আরো অন্যান্য রোগের ঘাণি টানছে বরিশাল নগরবাসী। নগরীর সব ধরণের ট্যাক্স প্রদানের পরেও মৌলিক সুবিধাসমূহ নিশ্চিত করতে না পারায় নগর কর্তৃপক্ষের ওপর সন্তুষ্ট নন নগরবাসী। বিশেষত বর্ধিত এলাকায় পর্যাপ্ত নাগরিক সুবিধা না থাকা সত্বেও সিটি কর্পোরেশন নির্ধারিত ট্যাক্সের বোঝা বহন করতে হচ্ছে তাদের। নগরবাসী আমার ওপর আস্থা রেখে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে মশক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ।
আজ (২৮ মে’২৩) রবিবার দুপুরে নগরীর আমানতগঞ্জ এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।
আজ বিকেলে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বরিশাল নগরীর ৪নং ওয়ার্ড সোনালী আইসক্রীম মোড়, ইসলামীয়া কলেজ, ৩০নং ওয়ার্ড আবহাওয়া অফিস, আবহাওয়া কলোনী, ২৪নং ওয়ার্ড সাগরদী মাদরাসা এলাকা, সাগরদী বাজার এবং ০৯নং ওয়ার্ড পোর্ট রোড এলাকায় গণসংযোগ করেন।