আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুরশিদ আলম আজ ২৩মে মঙ্গলবার, বেলা ১২ টায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর নিকট নেতাকর্মীদেরকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিল পরবর্তী গণমাধ্যম প্রতিনিধিদেরকে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি দুঃশাসন ও লুটপাট মুক্ত আদর্শ মডেল সিটি করপোরেশনে রুপান্তরের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর নির্দেশে আজকে মনোনয়নপত্র দাখিল করেছি।
তিনি বলেন, আমরা আশাকরি সরকারের কোনরকম হস্তক্ষেপ ছাড়া নির্বাচন কমিশন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিবে। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে এসেছি। এক্ষেত্রে যদি নির্বাচন কমিশন ব্যার্থতার পরিচয় দেয় তবে আন্দোলনের নতুন মাত্রা যোগ হবে।
মুরশিদ আলম আরো বলেন, এই নির্বাচনই বলে দিবে জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন কতটুকু সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে।
এসময় প্রার্থীর সাথে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা সিনিয়র সহ-সভাপতি জনাব আলহাজ্ব মোঃ ফাইশাল হোসেন মনি, রাজশাহী মহানগর সভাপতি জনাব মোঃ তারিফ উদ্দিন, মহানগরের সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: রাব্বিন জামান ও মহানগর নেতা ও সাবেক মেয়র প্রার্থী জনাব শফিকুল ইসলাম।