সাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি :নওগাঁয় চালককে খুন করে চার্জার অটো ছিনতাই। সোমবার (২২ মে) সকালে নওগাঁ শহরের বাইপাস সড়ক সংলগ্ন আজাদের ইটভাটা থেকে অতুল নামে এক চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অতুল সদর উপজেলার সুলতানপুর মটের ঘাট গ্রামের মৃত অভয়ের ছেলে।
নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, অতুল পেশায় একজন অটো চালক। প্রতিদিনের মত রোববার অটো চার্জার নিয়ে নওগাঁ শহরে আসে অতুল। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি। সোমবার সকালে বাইপাস এলাকার একটি ইটভাটায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, মরদেহটি উদ্ধারের সময় তার গলায় গভীর আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি।






