নাদের চৌধুরী,ফেনী জেলা প্রতিনিধি: ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী সাংবাদিক ইউনিটির ২০২৩-২৪ সালের কমিটি গঠিন হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সাপ্তাহিক ফেনীর শক্তি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শেখ ফরিদ রতনকে সভাপতি ও দৈনিক ঢাকা টাইমস, আজকের সময় প্রতিনিধি এম শরিফ ভূঁঞাকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
এছাড়া সহ-সভাপতি পদে কাজী হাবিব সুমন (এশিয়ান টিভি), জিয়াউর রহমান হায়দার (সাপ্তাহিক ফেনীর ডাক), সাহিদা সাম্য লীনা (মাসিক আঁচল/দৈনিক দেশবাংলা), সহ-সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান রাজু (দৈনিক তরুণ কন্ঠ/নোয়াখালী ওয়েব), কোষাধ্যক্ষ পদে আহসান উল্যাহ (চ্যানেল এস), দপ্তর ও প্রচার সম্পাদক পদে এটিএম আতিকুল ইসলাম বাদল (দৈনিক বাংলাদেশ সমাচার/আলোকিত বার্তা), কার্যকরি সদস্য পদে ওবায়দুল হক (দৈনিক ঢাকা/সাপ্তাহিক জনপ্রিয়), এম এ দেওয়ানী (দৈনিক মুক্ত খবর), মো: মোশাররফ (দৈনিক নওরোজ/ডেইলি মর্ণিং রোজ), পিনু শিকদার (দৈনিক বাংলাদেশ সময়/দৈনিক সময়ের আলো), মো: মাহবুব (দৈনিক সচিত্র নোয়াখালী), ওমর ফারুক ভূঞা (সাপ্তাহিক ফেনীর শক্তি), সহযোগী সদস্য পদে জাহিদুল ইসলাম (সাইবার বার্তা/আজকের সময়), রবিউল আলম (সাপ্তাহিক নোয়াখালী ওয়েব), কাজী নজরুল ইসলাম (সাপ্তাহিক বর্ণমালা/আলোকিত বার্তা) হিসেবে মনোনয়ন দেওয়া হয়।