শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: আগামীকাল ২২, ২৩ মে সোম এবং মঙ্গলবার দুই দিনের সফরে খুলনায় আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের-এর আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
তিনি ২২ মে সোমবার খুলনার ঐতিহ্যবাহী জামি’আ রশীদিয়া গোয়ালখালী মাদ্রাসায় অবস্থান করবেন। এ’দিন দুপুর ২ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনার উদ্দোগে “ওলামা সম্মেলনে” এবং রাতে ডুমুরিয়া থানা মুজাহিদ কমিটি আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনা রাখবেন।
পীর সাহেব চরমোনাই ২৩ মে মঙ্গলবার দুপুর ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর উদ্দোগে তৃণমূল কর্মী সম্মেলনে উপস্থিত থেকে নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক আলোচনা রাখবেন।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর কমিটি ও কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। দলের নেতাকর্মীরা মনে করছেন, পীর সাহেব চরমোনাই এর এই দুই দিনের সফর খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের কাজকে আরও বেগবান করবে। চরমোনাই পীরের এই সফরকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে খুশির উত্তেজনা চলছে। তারা অধির আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতার জন্য।
চরমোনাই পীর মঙ্গলবার সন্ধ্যায় নড়াইলের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
দুই দিনের প্রোগ্রাম সফল করার লক্ষ্যে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহ সভাপতি মুফতী আমানুল্লাহ, কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন, সমন্বয়কারী মুফতি ইমরান হুসাইন, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, অর্থ সমন্বয়কারী আবু গালিব, সহ সম্বয়কারী রবিউল ইসলাম তুষার, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, সহ মিডিয়া সমন্বয়কারী এস.এম শাহীন হোসেন, সহ মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল-মামুন, সহ মিডিয়া সমন্বয়কারী এম এ সাদী সহ নেতৃবৃন্দ।