সাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি: গত কয়েকবছর ধরে আমের রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে নওগাঁ জেলা। চলতি বছরে কবে থেকে আম সংগ্রহ শুরু হবে জানালেন জেলা প্রশাসন । রবিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক বৈঠকে বিভিন্ন জাতের আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর গুটি আম ২২ মে থেকে বাজারজাত করা যাবে। অন্য জাতের মধ্যে গোপালভোগ ২৮ মে, হিমসাগর বা ক্ষীরশাপাত ২ জুন থেকে বাজারজাত করা যাবে।
এরপর ৭ জুন থেকে নাগ-ফজলী, ১০জুন থেকে ল্যাংড়া ও হাড়িভাঙা , ২০ জুন থেকে ফজলি ২২ জুন থেকে আম্রপালি এবং ৮ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, কাটিমন ও গৌরমতি আম পাড়া যাবে।
নির্ধারিত সময়ের আগে আম বাজারে পেলে ব্যবস্থা নেবে প্রশাসন। তবে কারও বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পাকলে তা প্রশাসনকে জানাতে হবে এবং তারিখ পুনঃনিরধারণ করা হবে বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় অন্যদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আবুল কালাম আজাদ।
এছাড়া এই বৈঠকে আমচাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।