রবিউল ইসলাম রেজা, কবি নজরুল কলেজ প্রতিনিধি: রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ব্লাকবোর্ড /হোয়াইট বোর্ড না থাকায় দেয়ালে লিখে ক্লাস করাতে হচ্ছে শিক্ষকদের।
কলেজটির ১১০ নাম্বার কক্ষে নিয়মিত ক্লাস হয় একাদশ দ্বাদশ শ্রেণীর, কিন্তু প্রায় ৩-৪ মাস থেকে হোয়াইট বোর্ডের অভাবে শিক্ষকদের ক্লাস নিতে সমস্যায় পড়তে হচ্ছে এতে বাধ্য হয়ে দেয়ালের উপরে লিখে ছাত্রদের বোঝাতে হচ্ছে।
শিক্ষার্থীরা বলছেন আমরা অনেকদিন অফিসে গিয়ে আমাদের সমস্যার কথা বললেও আমাদের কথা শোনা হচ্ছে না, আমাদের গণিত ও ইংরেজি এবং বিভিন্ন ক্লাস করতে গিয়ে সবাই সমস্যায় পড়ছেন, এতে আমরা বাধ্য হয়ে দেয়ালের ছোট ছোট লেখা দেখে ক্লাস করতেছি।
সমস্যা সমাধানে শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়া বেছে নিচ্ছেন, অনেকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করছেন।
একজন লিখেছেন দেশের এতো উন্নয়ন দিয়ে কি করবো? আমরা একটি ব্ল্যাকবোর্ড / বোর্ড পাচ্ছিনা।
আরেকজন লিখেছেন কলেজে বলে লাভ নেই আমরা নিজেরা টাকা তুলে একটি বোর্ড কিনে নিবো, যেহেতু আমরা শিক্ষার্থী আমাদের কথা কেউ শুনবে না।
এছাড়াও কলেজের বিভিন্ন বাথরুমের সমস্যা ও মেয়েদের নামজের স্থান নিয়ে শিক্ষার্থীদের মাঝে অনেক ক্ষোভ রয়েছে,দীর্ঘদিন ধরে বলে আসলেও এর কোন সমাধান হচ্ছে না।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের নিকট মুঠোফোনে জানতে চাইলে তারা ফোনে কথা বলতে অস্বীকৃতি জানান।
1 thought on “রাজধানীর ঐতিহ্যবাহী কলেজে নেই ব্লাকবোর্ড, দেয়ালে লিখে চলছে পাঠদান ”
খুব কষ্ট লাগলো শিক্ষার্থীদের আর্তনাদ শুনে।
অধ্যক্ষের নিকট, আকুল আবেদন সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করেন।