ঢাকার ঐতিহ্যবাহী বড় কাটরা মাদরাসার শায়খুল হাদীস আল্লামা আবুল হোসাইন (৬৭) ইন্তেকালে করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উল্লেখ্য যে, আজ ভোররাতে তিনি ঢাকার হৃদরোগ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন।
শায়খুল হাদীস আল্লামা আবুল হোসাইন-এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।
শোকবার্তায় পীর সাহেব বলেন, শায়খুল হাদীস আল্লামা আবুল হোসাইন আজীবন হাদীস শরীফের দরসে মনোনিবেশ ছিলেন। তিনি ঢাকায় একাধারে ৬/৭ মাদরাসায় বোখারী শরীফের দরস দিতেন। তিনি অত্যন্ত মুখলিস আলেম, প্রচারবিমুখ নিরব সাধক ছিলেন। তার ইন্তেকালে দেশবাসী একজন প্রথিতযশা আলেমেদীনকে হারালো; যার অভাব আজীবন অনুভুত হবে। মহান রব্বুল আলামিন হযরতের সকল মেহনত কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং পরিবার পরিজন, উস্তাদ-সাগরেদ, ভক্ত-অনুরক্ত সকলকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিন, আমীন।
এস.আই/