হাটহাজারী মাদরাসার প্রধান মুফতী আল্লামা মুফতী নুর আহমদ ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুফতী নুর আহমদ-এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন।
পীর সাহেব চরমোনাই শোক বিবৃতিতে বলেন, আল্লামা মুফতী নূর আহমদ একজন দেশের বরেণ্য এবং প্রথিতযশা আলেমেদ্বীন ছিলেন। তাঁর ইন্তেকালে ইসলাম, দেশ ও মানবতার অপূরণীয় ক্ষতি সাধিত হলো। দেশবাসী একজন প্রথিতযথা আলেমেদ্বীনকে হারালো; যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে। তিনি দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। মহান রব্বুল আলামিন হযরতের সকল নেককাজ কবুল করে জান্নাতবাসী করুন এবং পরিবার পরিজনকে সবর করার তৌফিক দিন।