মাত্র তিন দিনের ব্যবধানে আল্লামা মুমতাজুল করীম বাবা হুজুর, মাওলানা শিব্বির আহমাদ নোয়াখালী এবং গতরাতে হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি আল্লামা নূর আহমাদ রহ. ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।”
দেশের এই শীর্ষ ৩ আলেমের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি- আলহাজ্ব মোঃ ফারুক খান এবং সেক্রেটারী- টি এম মাহফুজ হোসাইন ।
আজ ৩১ মার্চ সকালে এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন,
আমরা দিন দিন আলেম শূন্য হয়ে যাচ্ছি। গত তিন দিনের ব্যবধানে আমরা হারিয়েছি হাটহাজারী মাদ্রাসার দুজন মুরুব্বি আল্লামা মুমতাজুল করীম (বাবা হুজুর), আল্লামা মুফতি নূর আহমাদ সাহেব এবং নোয়াখালীর মাওলানা শিব্বির আহমাদ সাহেব কে। নেতৃদ্বয় বলেন মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের সকলকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। রব্বে কারিম এ সকল বুজুর্গ আলেমগনকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন ও তাদের রুহানী ফয়েজ আমাদের নসিব করুন এবং তাঁদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারন করার তাওফিক দান করুন, আমিন।
এস.আই/