ঠিক ৩৩ বছর আগে ১৩৯৬-এর বাংলা নববর্ষকে স্বাগত জানাতে সেসময়ের চারুকলা ইন্সটিটিউট, ঢাকা’র ছাত্রদের আইডিয়ায় শুরু হয়েছিলো ‘বৈশাখ উৎসব-১৩৯৬, আনন্দ শোভাযাত্রা’।
আমরা সেকালে যারা চারুকলায় পড়াশোনা করতাম তারা নিজেরাই চাঁদা এবং পরিশ্রম দিয়ে এই আয়োজন করেছিলাম। সেই ‘আনন্দ শোভাযাত্রা’ কীভাবে ‘মঙ্গল শোভাযাত্রা’ রূপ পেলো তা গবেষণার দাবি রাখে।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী ©Foridi Numan তার এক ফেইসবুক পোস্টে বিষয়িটি তুলে ধরেন।