রাজধানীর ভাটারাস্থ আস-সাঈদ অডিটোরিয়ামে আজ ৪ মার্চ শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত নবীন আলেম সংবর্ধনা ১৪৪৩ অনুষ্ঠিত হয়েছে।
নগর সভাপতি নাঈম বিন জামশেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ সিরাজীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম এসেছে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য । আল্লাহ তা’লার পক্ষ হতে দীন বিজয়ের আহবান এভাবেই এসেছে যে, দীনকে অপরাপর সকল মতবাদের উপর বিজয়ী করে দাও। এ আহবানে সাড়া দিয়েই আমরা দীন বিজয়ের আন্দোলনে অবতীর্ণ হয়েছি।
তিনি বলেন, আলেমরাই এদেশের সভ্যতা ও সুস্থ সংস্কৃতির ধারক-বাহক। নবীন আলেমরা দেশে ইসলাম প্রতিষ্ঠায় এবং মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখবে।
অধ্যক্ষ ইউনুস আহমদ নবীন আলেমদের উদ্দেশ্য করে বলেন, আমাদের বাহ্যিক বেশভূষার সাথে সাথে ভেতরও পরিবর্তন করতে হবে। একমাত্র আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার জন্য দ্বীনের যেকোনো কাজ আঞ্জাম দিতে হবে। ঘুণে ধরা এ সমাজকে কল্যাণকর সমাজে পরিবর্তন করার জন্য আলেমদের বিকল্প নেই। দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে নবীন আলেমদের আগামী দিনের নেতৃত্ব গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, প্রতিটি নবীন আলেমদের মনে ইসলামি সমাজ গঠনের স্বপ্ন প্রেথিত করতে হবে। এই স্বপ্ন মানুষদের মাঝে ছড়িয়ে দিতে হবে। আর এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগী হবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের সিনিয়র মুহাদ্দিস আল্লামা হারুন বুখারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন মাদ্রাসার প্রায় দেড় শতাধিক নবীন আলেমকে সংগঠনের নাম সম্বলিত ক্রেস্ট ও আলেম সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, রাজধানীর গুলশানস্থ ঢাকা চাইনিজ পার্টি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও প্রশাসনিক চাপের মুখে অনুষ্ঠানস্থল পরিবর্রন করতে বাধ্য করা হয়। নেতৃবৃন্দ প্রশাসনের এমন নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নগর সহ-সভাতি এম. মাইদুল হাসান সিয়াম, সাংগঠনিক সম্পাদক, মুহাম্মাদ আব্দুর রহমান ইউসুফ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আমীন শরীফ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আনাস আব্দুল্লাহ, প্রকাশনা ও দফতর সম্পাদক মিযান বিন নাযির, অর্থ ও কল্যাণ সম্পাদক সুহাইল তানভীর, বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহফুজুর রহমান নাফিজ,কওমী মাদরাসা সম্পাদক মাহদী হাসান তাছনিম, আলিয়া মাদরাসা সম্পাদক ইমাম হুসাইন হাজারী, স্কুল ও কলেজ সম্পাদক নুরুন্নবী ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ হাবিবুল্লাহ মেসবাহ, কার্যকরী সদস্য মুহাম্মাদ এনামুল হাসান হুরায়রা এবং এইচ এম মোস্তফা হুসাইনসহ থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এন.এইচ/