ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয় জানিয়েছে, কাবুল শহরের শাইন গ্রামের আশেপাশে খাজা আলমাস মাটির পাহাড়ে একটি খনি আবিষ্কৃত হয়েছে। স্থানীয় লোকজনের খননের মাধ্যমে মূলত এই খনিটি আবিষ্কৃত হয়েছে। তবে এই খনিটি কিসের সে সম্পর্কে কোন তথ্য দেয়নি ইসলামী ইমারাত।
গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী শাহাবুদ্দিন দেলাভার ওই এলাকার জনগণের প্রশংসা করে বলেছেন, মন্ত্রনালয় থেকে একটি প্রতিনিধি দল ও এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গকে খনিটি পর্যবেক্ষণের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
আরো বলা হয়েছে, খনিটি যার মালিকানাধীন জমির উপর আবিষ্কৃত হয়েছে তাকে কাজ শেষ না হওয়া পর্যন্ত ১৫ হাজার আফগানি করে দেওয়া হবে।
সূত্র: এভিএ