মুহাম্মাদ আব্দুল আওয়াল, যশোর জেলা প্রতিনিধি:
ফাল্গুনের শেষদিকে বুধবার সকালেও হেসেছিল চনমনে সূর্যটা। সেই হাসির ছোঁয়া লেগেছিল যশোরের খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের প্রাণে। যাদের চোখে-মুখে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস, অজানাকে জানার আগ্রহ ও নতুন ইতিহাস সৃষ্টির দৃঢ় সংকল্প। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স, ডিগ্রী ও একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া প্রায় ১ হাজার নবীন শিক্ষার্থীর পদচারণায় এমন চিত্র ফুটে উঠে।
এদিন কলেজ চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে এসব শিক্ষার্থীদের বরণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ‘এসো হে নবীন, আজ তোমাদের দিন’ এই স্লোগানে সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ করে নেওয়া হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম. আবুজর গিফারী। বিশেষ অতিথি ছিলেন খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আলমগীর হোসেন। কলেজ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের অধ্যাপক আক্তার হোসেন, উপজেলা যুবলীগ নেতা রুবেল রানা, নবীন শিক্ষার্থী কামাল হোসেন, রিমা খাতুন প্রমুখ।
দ্বিতীয় পর্বে বেলা ১২টায় একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে-গেয়ে আনন্দ উল্লাস করে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কে.বি. ব্রান্ডের শিল্পীরা।