ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে।
এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব ঢাকা–১৮ আসনের জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি ইতিবাচক ও জনমুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করবেন।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর এনসিপির নেতা রফিকুল ইসলাম প্রিন্স বলেন,
“ইনশাআল্লাহ, ঢাকা–১৮ আসনে আমাদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।তিনি উত্তরাবাসী মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক হয়ে জনগণের ভালোবাসা নিয়ে জয় ছিনিয়ে আনবেন।”
তিনি আরও বলেন, আরিফুল ইসলাম আদিব এবং দলের প্রতীক ‘শাপলা কলি’যেন ঘরে ঘরে পৌঁছে যায়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এনসিপি আগামী দিনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে এবং সে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছে।





