জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করে ইসলামী যুব আন্দোলন রাজশাহী জেলা শাখা। ইসলামী যুব আন্দোলন রাজশাহী জেলা সভাপতি হা মাও মুরশিদ আলম এর সভাপতিত্বে বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাঃ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা।
করোনার সংক্রমণ স্বাভাবিক হওয়ার পরে সরকারের উচিত ছিল মানুষের জীবন-জীবিকার প্রাধান্য দেওয়া। কিন্তু সরকার এ বিষয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।দেশকে সন্ত্রাস, মাদক,দূর্নীতিমুক্ত করতে যুবকদেরকে সচেতন হতে হবে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার সহ-সভাপতি ফয়সাল হোসেন মনির, সাধারণ সম্পাদক আবদুল্লাহ তারিফ, ইশা ছাত্র আন্দোলন রাজশাহী জেলা সভাপতি মুহা জহুরুল হকসহ দায়িত্বশীলগন।