ভারতের বিজেপি মুখপাত্র কর্তৃক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ) ও তার সহধর্মিণী আম্মাজান আয়েশা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদ ও রাষ্ট্রকর্তৃক তার নিন্দা জ্ঞাপনের দাবীতে জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ১৩ জুন দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে ঢাকাস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তারা বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বারবার ইসলাম ও মুসলিমদের উপর বিভিন্নভাবে অন্যায়ভাবে জুলুম অত্যাচার নির্যাতন করা হয়। তাদের কাছে গরুর মূল্য থাকলেও মুসলমানদের রক্তের কোন মূল্য নেই। সম্প্রতি মুসলিমদের প্রাণের স্পন্দন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ) ও তার সহধর্মিণী নিয়ে কটুক্তি করে তারা সাম্প্রাদায়িক ও জঙ্গিবাদী আচরণ করেছে ।আমরা এমন নোংরা হস্তক্ষেপের ঘোর নিন্দা জ্ঞাপন করছি। বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র হওয়ায় সেখানে কোনো ধর্মীয় উস্কানি বাংলাদেশেও প্রভাব ফেলে। তাই আমাদের দাবী বাংলাদেশেও ধর্মীয় সংঘাত এড়াতে অতিসত্ত্বর সংসদে নিন্দা প্রস্তাব আনা হোক এবং মুসলমানদের প্রাণে রক্তক্ষরণ রোধে অভিভাবকের ভূমিকা পালন করুন।
উদ্ভূত পরিস্থিতিতে তাই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা দেশের সকল শিক্ষার্থীদের পক্ষে ৬ দফা দাবি তুলে ধরছি: ১) জাতীয় সংসদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে। ২) ভারতীয় হাই কমিশনারকে জরুরী ভিত্তিতে দ্রুত তলব করে, ডেকে নিন্দা জানাতে হবে ও জবাব চাইতে হবে। ৩) ভারতীয় হাইকমিশনারকে ভারতের পক্ষ থেকে ক্ষমা চাইতে হবে। ৪) কটূক্তিকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। ৫) ক্ষমা না চাওয়ার আগ পর্যন্ত সকল ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ত্যাগ করতে হবে। ৬) ক্ষমা না চাওয়ার আগ পর্যন্ত সকল ভারতীয় পন্য বয়কট করতে হবে। উল্লেখিত ৬ দফা দাবির পক্ষে দেশের সকল শিক্ষার্থীর পূর্ণ সমর্থন আছে বলেই আমরা বিশ্বাস করি।
অতএব দ্রুততম সময়ে দাবি সমূহ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে এবং দাবি আদায় না হলে ঐক্যবদ্ধভাবে চাপসৃষ্টি করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা সর্বদা শিক্ষার্থীদের প্রতিটি অধিকারের প্রশ্নে সোচ্চার থাকব ইনশাআল্লাহ। পরবর্তী কর্মসূচিঃ যদি উপরোক্ত দাবি মেনে নেয়া না হয়, আগামী ১৬ই জুন ২০২২ খ্রিঃ তারিখে সকাল ১১ টায় ঢাকাস্থ ভারতীয় দূতাবাস অভিমূখে ছাত্র গণবিক্ষোভ ও স্মারকলিপি পেশ করা হবে। বিক্ষোভ কর্মসূচির সমন্বয়ক এম. মাইদুল হাসান সিয়ামের সভাপতিত্বে বিক্ষোভ পূর্ব মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, দনিয়া কলেজ প্রতিনিধি ইউসুফ পিয়াস, আবুজর গিফারী কলেজ প্রতিনিধি মিরাজ হোসেন রাফি, আবুজর গিফারী কলেজ প্রতিনিধি সাজ্জাদুর রহমান রাফি, শেখ বোরহানউদ্দিন পোষ্ট গ্রেজুয়েট কলেজ প্রতিনিধি তালিব মাহমুদ সাদ, তেজগাঁও কলেজ প্রতিনিধি জামেউল ইসলাম, সিদ্ধেশ্বরী কলেজ প্রতিনিধি এহসান আহমেদ, হাবিবুল্লাহ বাহার প্রতিনিধি নাফিজুল ইসলাম, খিলগাঁও মডেল কলেজ প্রতিনিধি সামিউল ইসলাম, হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী ওমর ফারুক হৃদয় প্রমুখ সহ বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।