সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হচ্ছে যাতে ইউনিফর্ম পরা ভারতীয় সেনাদের একটি মসজিদে নামাজ পড়তে দেখা যায়। ছবিতে নামাজের কাতারে শিখ সৈন্যদেরও দেখা গেছে।
ভারতীয় গণমাধ্যমের মতে, ছবিটি কাশ্মীরের শ্রীনগরের রিংরেট এলাকার যেখানে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডেও রয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী ইফতারে স্থানীয় মুসলমানদের আমন্ত্রণ জানায়, এরপর লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে এবং অন্যান্য কর্মকর্তারা মুসলিমদের সাথে মাগরিবের নামাজ আদায় করেন।
নামাজের কাতারে শিখ ও হিন্দুদের দাঁড়ানো নিয়ে তীব্রভাবে সমালোচনা শুরু হলে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটটি মুছে ফেলে।
সূত্র : জিয়ো নিউজ