আজ ২১ শে ফেব্রুয়ারি সকাল ৮ টায় নগরীর সদর রোডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার উদ্যোগে শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বর্ণমালা মিছিল অনুষ্ঠিত।
বর্ণমালা মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, যে দেশের দামাল ছেলেরা মাতৃভাষার বাংলা করার জন্য জীবন দিয়েছে সে দেশের আদালতের রায় এখনো ইংরেজিতে লেখা হয় যা স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক। দেশ স্বাধীন হওয়ার আগেই যে দেশের রাষ্ট্র ভাষা বাংলা সে দেশের স্বাধীনতার সরকারি বেসরকারি অফিস আদালতে এখনও পর্যন্ত সঠিক ভাবে বাংলা ভাষা ব্যাবহার শতভাগ নিশ্চিত না হওয়া সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।শুধু মাত্র বাঙালিয়ানা শ্লোগান দিলেই হবে না সকল পর্যায়ে শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন বাঙালী জাতির অভ্যুদয়ের স্ফূলিঙ্গ। সেই স্ফূলিঙ্গ প্রেরনার উৎস, যা জ্বালিয়ে দিতে পারে সকল অন্যায়। যার প্রত্যক্ষ উদাহরন বাঙালির ভাষা আন্দোলন মাত্র বিশ বছরের মাথায় পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র আত্মপ্রকাশ করে। যে দেশটির নাম বাংলাদেশ। তাই “ভাষা আন্দোলনের চেতনাকে ধারন করে দেশ রক্ষার শপথ নিতে হবে”।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন এর সাভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভির আহমেদ শোভন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম ,দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ইয়াকুব সিয়াম, দফতর ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম সুজন , অর্থ সম্পাদক মুহাম্মাদ আলমগীর হোসেন,কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ শাহাদাত হুসাইন , আলিয়া মাদরাসা সম্পাদক আব্দুল কাইয়ুম মুহাম্মাদ নেয়ামতুল্লাহ, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আরাফাত তালুকদার ,কার্য নির্বাহী সদস্য মুহাম্মাদ এইচ এম তরিকুল ইসলাম এবং থানা ও ক্যাম্পাস নেতৃবৃন্দ।