চলতি মাসের ২৮ তারিখে উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের মেট্রোরেল। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গণপরিবহনের এই নতুন দিগন্তের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
তবে সাধারণ যাত্রীদের এদিনই মেট্রোরেলে উঠতে পারবেন না। তাদের অপেক্ষা করতে হবে আরো এক দিন। অর্থাৎ উদ্বোধনের পরদিন থেকে টিকিট কেটে তারা মেট্রোরেলে চড়তে পারবেন।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। গতকাল শুক্রবার বিজয় দিবসের ছুটির দিনও প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন। সূত্র বলছে, আগামীকাল রোববার জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা, মেট্রোরেলের ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শকদের নিয়ে চূড়ান্ত বৈঠক হবে। ঐ দিনই সাধারণ মানুষের জন্য কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে, তা জানানো হবে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানটি হবে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। পুরো কেন্দ্রটি মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভাড়া নেয়া হয়েছে। এ অনুষ্ঠানে দুই হাজার অতিথি থাকবেন। মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, দিল্লি মেট্রোরেলের গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ বিভিন্নজনকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে।