নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন একটি মসজিদ নির্মাণ করেছেন নায়িকা রোজিনা। রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ায় তুরস্কের নকশায় নির্মিত মসজিদটির নামকরণ করা হয়েছে ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’।
শুক্রবার (১ এপ্রিল) দুপুরে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করা হয়েছে।
প্রায় ৭ শতাংশ জায়গার ওপর ১ হাজার ৬০০ বর্গফুটের দৃষ্টিনন্দন এ মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় পৌনে দুই কোটি টাকা। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এই মসজিদের নির্মাণকাজ শেষ হতে সময় লেগেছে দুই বছর।
রোজিনা জানান, রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুরে তার বাবার বাড়ি। আর গোয়ালন্দ তার নানার বাড়ি। ছোট বেলায় তিনি নানার বাড়িতেই মানুষ হয়েছেন। বাড়ির বড় সন্তান হিসেবে মসজিদের জমিটি রোজিনার মায়ের নামে দেন তার নানা। মায়ের সূত্র ধরে সেই জমির মালিক হন রোজিনা। দেশ-বিদেশে ঘুরার সময় দৃষ্টিনন্দন বহু ধর্মীয় প্রতিষ্ঠান দেখে রোজিনা সিদ্ধান্ত নেন, গোয়ালন্দে তিনি মায়ের নামে একটি মসজিদ নির্মাণ করবেন। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।
নায়িকা আরও জানান, এখন তিনি সেখানে একটি চক্ষু হাসপাতাল নির্মাণ করতে চান। সকলের সহযোগিতা পেলে সেটির কাজও শুরু করবেন রোজিনা।
দৃষ্টিনন্দন এই মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ কাজী কেরামত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, সাবেক মেয়র শেখ মো. নিজাম, নায়ক ইলিয়াস কাঞ্চনসহ ঢাকাই চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, ১৯৭৭ সালে ‘আয়না’ সিনেমায় প্রথম ছোট্ট একটি চরিত্রে পর্দায় অভিষেক ঘটে রোজিনার। এরপর ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে যাত্রা শুরু তার। সে সময় সিনেমাটি সুপারহিট হওয়ায় তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর জনপ্রিয় সিনেমায় দর্শক হৃদয়ে জায়গা করে নেন রোজিনা।