বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে দেশীয় ক্রিকেটারদের সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে থাকছেন মাশরাফি বিন মুর্তজা। এই ক্যাটাগরিতে তার সঙ্গে আছেন আরও পাঁচ ক্রিকেটার।
বুধবার বিসিবি সূত্রে জানা গেছে, নির্বাচকদের তৈরি করা তালিকায় মাশরাফির সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।
দেশীয় ক্রিকেটারদের মধ্যে তারাই সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন। প্রাথমিকভাবে তাদের পারিশ্রমিক ধরা হয়েছিল ৫০ লাখ টাকা। জানা গেছে, তাদের পারিশ্রমিক বেড়ে ৭০ লাখ টাকা করা হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতেও পারিশ্রমিক কিছুটা বাড়বে।
শুরুতে দেশীয় ক্রিকেটারদের এ-প্লাস, এ, বি, সি, ডি, ই ক্যাটাগরিতে ভাগ করা হবে জানিয়ে তালিকা প্রকাশ করেছিল বিসিবি। সম্প্রতি পরিবর্তনের চিন্তা করছে বিসিবি। এ-প্লাস বা আইকন ক্যাটাগরি বলতে কিছুই থাকছে না। নতুন করে ক্যাটাগরি হবে এ, বি, সি, ডি, ই, এফ।
বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরছেন মাশরাফি। সর্বশেষ বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলেছেন তিনি। মাশরাফির সঙ্গে খেলা তরুণদের জন্য বড় সুযোগ মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
বুধবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘মাশরাফি খেলোয়াড়, অধিনায়ক হিসেবে বাংলাদেশের জন্য সম্পদ। আমি মনে করি, ওর সাথে খেলাটাও অনেক সৌভাগ্যের ব্যাপার। কারণ ও খুব অভিজ্ঞ, ও অনেকদিন বাংলাদেশ দলকেও সার্ভ করেছে। আমার মনে হয়, যারা ওর সাথে খেলবে তারা অনেক ভাগ্যবান।’