গাজী রেদোয়ান, বরিশাল নগর প্রতিনিধি:
আজ ২১ মার্চ সকাল ১০টায় নিরাপদ সড়কের দাবিতে বরিশাল বিএম কলেজের শহীদ মিনার গেটে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গত কয়েকদিন আগে বিএম কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় ঘাতক প্রাইভেট কারের চাপায় মৃত্যু হয় নাদিম হোসেন ফকিরের (২৬)। নিহত নাদিম বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এর ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
এর পরিপেক্ষিতে আজ সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসক ও বিএম কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনের মুখপাত্র বিএম কলেজের সমাজকর্ম বিভাগের ছাত্র মুহাম্মাদ রেজাউল করীম মানববন্ধন থেকে নিম্নোক্ত দাবি গুলো পেশ করেন:–
১. নথুল্লাবাদ থেকে নতুন বাজার ও কোলাহলপূর্ণ রাস্তাগুলোতে গতিসীমা সীমিতকরণ ও সাইন বোর্ড দিয়ে দৃষ্টি আকর্ষণ।
২.সকল শিক্ষা প্রতিষ্ঠান এর সামনে পর্যাপ্ত স্পিডব্রেকার তৈরি।
৩. সরকারি বিএম কলেজের ফাস্ট গেট ও মসজিদ গেটের সামনে ওভারপাস বা ফুটওভার ব্রিজ নির্মাণ করা।
৪. বিএম কলেজের সামনের রাস্তায় ট্রাফিক আইন নিশ্চিত করন ও গাড়ি চলাচলে সঠিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক পুলিশ দিতে হবে।
এন.এইচ/






