এইচ এম মাহমুদ হাসান: মানস ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ কাপ হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের গুজরাট রাজ্জের সুরাত জেলার লালভাই কনট্রাকটর ইসটেডিয়ামে। বাংলাদেশ বনাম ভারত, এ আসর শুরু হবে মার্চ মাসের ৮ তারিখ এবং শেষ হবে একই মাসের ১২ মার্চ তারিখে। আগামী ৭ মার্চ, ২০২৩ বাংলাদেশ দল ভারতের উদ্দ্যেশে দেশ ছাড়বে। দেশে ফিরবে আগামী ১৩ ই মার্চ, ২০২৩ । মানস ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ কাপ প্রস্তুতি নিতে আশিয়ান সিটির খেলার মাঠে ৪ দিনের অনুশীলন ক্যাম্প সম্পন্ন হয়।
এ আসরে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পৃষ্ঠপোষকতায় গ্রামীণফোন, ব্রাক, টিম, ওরিয়ান, বিজিএমইএ ও সিম গুপ, বিডিক্রিক টাইম, সময় নিউজ, ইনফো পাওয়ার কনসালটেন্সি। বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট স্কোয়াড: মো. মহসিন (অধিনায়ক), রিপন উদ্দিন (সহ-অধিনায়ক), রনি গায়েন, মো. লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, খোরশেদ আলম, মো. রাজন, উজ্জ্বল বৈরাগী, মো. মহিদুল ইসলাম, মো. মোরশেদ আলম, রবিন গায়েন, রনি গায়েন, ও স্বপন দেওয়ান।
এ আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষে আগামী ৪ মার্চ ২০২৩ রোজ শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) দক্ষিণখান সংবাদ সম্মেলনে বক্তারা বলেন ২০১৬ সালে প্রথম কাজ করা শুরু করে, গ্রামীন ফোন, বর্তমানে ২০০ সদস্য,মোট ইন্টারন্যাশনাল টুনামেন্ট খেলেছেন ০৫ টি,চ্যাম্পিয়ন ০৩ টি, রানাআপ ০২ টি। চ্যাম্পিয়ন হন ২০১৮,২০১৭ সালে দুইটা।২০১৭ সালে একটা বানার্স আপ,২০১৯ সালে একটা বানার্স আপ।
খেলার সময়সূচী – ভারতীয় সময় –
মার্চ ৯ তারিখ – সকাল ৮:৩০ এ : বাংলাদেশ বনাম ভারত।
মার্চ ১০ তারিখ – সকাল ৮:৩০ এ : বাংলাদেশ বনাম ভারত।
মার্চ ১১ তারিখ – বিকেল ৫ টা : ভারত বনাম বাংলাদেশ