মুহাম্মাদ রেজাউল করীম, চরমোনাই মাদরাসা ক্যাম্পাস:
বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ইসলামী মহাসম্মেলন চরমোনাই বার্ষিক ফাল্গুনের মাহফিল আগামী ১৫ ফেব্রুয়ারি বুধবার বাদ জোহর শুরু হবে। হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে এ মাহফিলের কার্যক্রম শুরু হয়ে চলবে তিন দিন।
কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত চরমোনাই ময়দানে বিভিন্ন এলাকা থেকে মাহফিলের ৩-৪ দিন আগেই মুসুল্লিদের সমাগম শুরু হয়েছে।
মুসল্লিদের থাকার জন্য প্রস্তুত হয়েছে ৬ টি মাঠ। প্রস্তুত করার দায়িত্বে নিয়োজিত রয়েছেন চরমোনাই জামিয়ার ছাত্র ওস্তাদবৃন্দ, ইতিমধ্যে মাঠের উপরে সামিয়ানার কাজ শেষ হয়েছে। লাইট ও মাইকের কাজ চলমান রয়েছে।
গত ৯ তারিখ মাহফিলের সার্বিক নিরাপত্তার জন্য বরিশাল বিভাগীয় পুলিশ, র্যাব , গোয়েন্দা সংস্থা, এবং ফায়ার সার্ভিসের প্রধানদের সাথে মাহফিল কতৃপক্ষ প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক হয়েছে বৈঠকে তারা সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছেন ।
এছাড়াও আগত মুসুল্লিদের স্বাস্থ্য সেবার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে প্রস্তুত করা হচ্ছে ৫০ শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল।
আগামী ২দিনের মধ্যে বাকি সকল কার্যক্রম শেষ হবে বলে বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল খন্দকার গোলাম মাওলা প্রেজেন্ট নিউজকে জানান।
এন.এইচ/