নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় অবস্থিত ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার অফিস কক্ষে হামলা ও কুরআন শরীফ অবমাননার অভিযোগ উঠেছে।
গত শনিবার ১১ মার্চ’২৩ রাত ১০টা ৩০মিনিটে উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরস্থ ৫ নং রোডের ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসায় এ ঘটনা ঘটে।
মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার উপরের ফ্ল্যাটের মালিক শামসুন্নাহার, তার ফ্ল্যাটের ভাড়া ঠিক মত পায়না কিন্তু মাদরাসা ফ্ল্যাটের মালিক যে রয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ যথাসময়ে সঠিক ভাবে ভাড়া দিয়ে যাচ্ছে, কিন্তু শামসুন্নাহার তার কেয়ারটেকার থেকে তার ফ্ল্যাটের নির্দিষ্ট ভাড়া পাচ্ছেনা।
ভাড়ার উক্ত বিষয়কে কেন্দ্র শামসুন্নাহার (৪৫) ও তার ড্রাইভার (৪০) হটাৎ ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার অফিস কক্ষে ভাংচুর করে ও কুরআন শরীফ রাখার সেলফের উপর লাথি মারে ও সেলফ ভেঙে ফেলে।
পরে তার সহযোগীসহ অফিসের পার্টিশন ও কম্পিউটার, লেপ্টপ, মোবাইল ও বুক সেলফসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, হামলা ও ভাংচুরের বিষয়ে বিল্ডিংয়ে কর্মরত কেয়ারটেকার হজরত আলী বলেন, বাড়িওয়ালী মেডাম আনুমানিক রাত ১০ টা ৩০ মিনিটে রাগারাগি করে তার ড্রাইভারসহ তিনি নিজেও মাদরাসার অফিসে লাথি মারে ও পার্টিশনসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে শামসুন্নাহার মেডাম ও তার ড্রাইভার।
এবিষয়ে মাদরাসার পরিচালক মুফতি ইমাম হোসাইন বলেন, আমাদের অনুপস্থিতিতে শামসুন্নাহার নামে বাড়ির দ্বিতীয় মালিক ও তার ড্রাইভার মাদ্রাসার অফিসকক্ষটি ভাংচুর করে ও পবিত্র গ্রন্থের অবমাননা করে এতে প্রতিষ্ঠানের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়াও ইসলাম ধর্মের ভাবগাম্ভীর্যের আঘাত এনেছে বলে আমি মনে করি এবং এর সুষ্ঠু বিচারের দাবীতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।
এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে বাড়ির দ্বিতীয় মালিক শামসুন্নাহার বলেন, আপনি আমার স্বামীর সাথে কথা বলেন ।