ঢাকা আলিয়ার হলের জায়গা দখল করে শিক্ষা অধিদপ্তর নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই দানা বেঁধে উঠছে। দ্বিতীয় দফায় হল বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি আলিয়া কর্তৃপক্ষ।
কয়েকদিন আন্দোলনের পর গতকাল সন্ধ্যায় হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল আলিয়া প্রশাসন। তবে আজ বৃহস্পতিবার আলিয়ার অধ্যক্ষ প্রফেসর আলমগীর রহমান এর স্বাক্ষরিত একটি নোটিশে শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন আল্লামা কাশগরী এবং ইব্রাহিম হলের হল সুপার মোঃ জাহাঙ্গীর আলম খান।
এদিকে দ্বিতীয় দফায় নোটিশ পেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা হল প্রাঙ্গণে শুয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
আন্দোলনকারী ছাত্র নেতা মাহমুদুল হাসান মাহমুদ গণমাধ্যমকে জানান তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। মাহমুদ ঢাকা আলিয়ার সকল শিক্ষার্থীদের কে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।