মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ি কর্তৃক কুড়িগ্রাম পৌরসভাধীন হীঙ্গনরায় এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ কুড়িগ্রাম সদরের গুরিয়াদহ এলাকার শ্রী সুমন শীল, মোঃ মিলন মিয়া (১৮), মিস্ত্রিপাড়ার শ্রী আকাশ কুমার শীল (২৬), দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার ডালিম কুমার রায় (২৯), কুড়িগ্রাম সদরের গোরস্থান পাড়ার মোঃ জাকির হোসেন (২০), ও আরাফাত হোসেন (২৭) কে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি।
নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।