মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
আজ (১২ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের চিলমারী নদী বন্দর, রৌমারী নদী বন্দর ও রাজিবপুর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শনে কুড়িগ্রামে এসেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।
মুখ্যসচিবের সফরসঙ্গী হিসেবে এসেছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোস্তফা কামাল, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব নাজমুল আহসান।
এ সময় তাদের ফুল দিয়ে বরণ করতে কুড়িগ্রামে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার ও রংপুর বিভাগের ০৮ জেলার জেলা প্রশাসক সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
গুরুত্বপূর্ণ এই সফরে নদী ভাঙ্গন রোধ, নৌ বন্দরের পরিধি বৃদ্ধি, কৃষি অর্থনীতির সম্প্রসারণসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে সমাধান হতে পারে বলে জানিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসক।
আর.আই/






