এম শাহরিয়ার তাজ,খুলনা প্রতিনিধি : আগামী ২৫ শে জুলাই (বৃহস্পতিবার) ২০২৪ বাংলাদেশ মুজাহিদ কমিটি দৌলতপুর থানা শাখার ব্যবস্থাপনায় বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির দৌলতপুর বাজার তুলাপট্টিতে অনুষ্ঠিত হবে।
১৫ জুলাই ২০২৪ (সোমবার) রাত ৮ টায় থানা কার্যালয়ে মাহফিল বাস্তবায়ন কমিটির সভা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ গোলাম মোস্তফা খলিফা এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। মাহফিল বাস্তবায়নে দশটা কর্মবন্ঠন কমিটি গঠন করা হয়, বৃহত্তর এই মাহফিলকে ঘিরে চলছে নানা প্রস্ততি কর্মযজ্ঞ সেই সাথে সকলের মাঝে চলছে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা।
উক্ত মাহফিলে প্রধান অতিথির বয়ান রাখবেন আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), আরো বয়ান রাখবেন স্থানীয় পর্যায়ের উল্লেখ্যযোগ্য আলেমগণ।
উক্ত জরুরী বৈঠকে মাহফিল কেন্দ্রিক গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে মাহফিলে আগত সকল ধর্মপ্রাণ মুসল্লি, মা-বোনদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা রাখা হয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন- মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ তরিকুল ইসলাম কাবির, সহ:সদস্য সচিব আলফাত হেসেন লিটন, সদস্য মোঃ আমজাদ হেসেন বন্দ, সদস্য মোঃ শাহরিয়ার তাজ, সদস্য মোঃ মহাসিন শিকদার, সদস্য কাউসার হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ ওয়াহিদুজ্জামান, শাহাজান বেপারী, মাসুদ শেখ, রবিউল ইসলাম রবি, নাজমুল শিকদার, মেহেদী হাসান সুনাম, শিমুল ব্যাপারী প্রমুখ।