এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধিঃ
বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জেলার উদ্যোগে ও সদর থানার ব্যবস্থাপনায় বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজ (২২শে এপ্রিল) রোববার বিকাল ৪টায় থেকে খুলনা মহানগরীর সদর থানার রেলওয়ে খেলার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির আলোচনা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম,পীর সাহেব চরমোনাই।
মাহফিলে আরও মূল্যবান নসিহত পেশ করবেন পীর চরমোনাই (রহ:) এর খলিফা হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী, বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জেলার ছদর মাওলানা ফরিদ আহমদ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা জাহিদুর রহমান ও মুফতি ইমরান হোসাইনসহ বিশিষ্ট উলামায়ে কেরাম।
ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে খুলনার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদেরকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জেলা সাধারণ সম্পাদক মোঃ হাদিছুর রহমান তুষার, মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, মোহাম্মদ আক্কাস আলী, সদস্য সচিব মোঃ আবু তাহের, যুগ্ম-সদস্য সচিব ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুল মান্নান।