ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর এর আওতাধীন আড়ংঘাটা থানা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাজিদুর রহমান ইউশার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোস্তফা আল গালীব এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে উপরোক্ত দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ এটাকে হত্যাকাণ্ড দাবি করে বলেন, এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারেনা। কারণ তিনি নিজেই সবসময় আত্মহত্যা বিরোধী প্রচার-প্রচারণা চালাতেন। নিহত ইউশা খুবই ভদ্র এবং নম্র প্রকৃতির ছিলেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং আমাদের জানামতে মৃত্যুর কিছুক্ষণ পূর্বেও তার পিতার সাথে ফোনে স্বাভাবিকভাবে কথা বলেছিলেন। সুতরাং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে নেতৃবৃন্দের প্রবল ধারণা হচ্ছে। তাই নেতৃবৃন্দ প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন।
প্রসঙ্গত, গত (১৫ এপ্রিল)সোমবার বিকালে খুলনা মহানগরীর আড়ংঘাটা ইউনিয়নের গাইকুর গ্রামে ইউশাহ এর হাত পিছনে পাটের দড়ি দ্বারা ও চোখ-মুখ গামছা দিয়ে শক্তভাবে বাঁধা ও ঘরের সিলিং এর বাঁশের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।