ভারত-পাকিস্তান ম্যাচে চমৎকার খেলায় পাকিস্তান দল ও অধিনায়ক বাবর আজমের প্রশংসা করেছিলেন কলেজছাত্র শওকত আহমদ। হোয়াটসঅ্যাপে বন্ধুদের পাঠানো মেসেজে এমন কথাবার্তা থাকায় গত ২৪ অক্টোবর ভারত অধিকৃত কাশ্মিরের ওই ছাত্রকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত তিনি জেলেই রয়েছেন। এমনকি কোনো আইনজীবীও তার পক্ষে দাঁড়াতে রাজি হননি। খবর বিবিসি।
এক সাক্ষাৎকারে আহমেদের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত দুই মাস ধরে আমরা ঠিকমতো খাওয়াদাওয়া করিনি। প্রতিটা দিন অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। ছেলের জন্য আমার হৃদয়টা জ্বলছে।
জানা যায়, ম্যাচ চলাকালে শওকতের বন্ধুরা একে অপরকে মেসেজ দিচ্ছিল। তাতে পাকিস্তানের প্রশংসা করায় শওকতকে গ্রেপ্তার করা হয়। বিশ্বকাপের কোনো মঞ্চে পাকিস্তান প্রথমবারের মতো ভারতকে পরাজিত করে। ওই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য হোয়াটসঅ্যাপে পাকিস্তানি দল এবং অধিনায়ক বাবর আজমের প্রশংসা করেছিল শওকত ও তার বন্ধুরা।
শওকতের বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়, তারা ক্যাম্পাসে পাকিস্তানপন্থী স্লোগান দিয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষের মতে, যেখানে তারা ম্যাচটি দেখছিলেন, তবে স্লোগানের কোনো ঘটনা ঘটেনি।
কারাগারে যাওয়ার পর শওকতের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। এর কারণ জানতে চাইলে স্থানীয় আইনজীবী নিতিন ভার্মা জানান, কোনো আইনজীবী তার প্রতিনিধিত্ব করতে প্রস্তুত নয়। কারণ সে তার কাজের মাধ্যমে আমাদের অনুভূতিতে আঘাত করেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তার মামলা নেব না।
তিনি আরো বলেন, আপনার বাক স্বাধীনতার সাংবিধানিক অধিকার আছে। কিন্তু এর অর্থ এই নয়, আপনার নিজের দেশে দেশবিরোধী কার্যকলাপে জড়িত হয়ে অন্য দেশের প্রচার করবেন।






