মুহা. আব্বাস আলী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লির ঢল। ২৩ ডিসেম্বর ইজতেমার মাঠে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য লক্ষ লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।
জুমার পূর্বে বয়ান করেন নায়েবে আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) ইজতেমাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন।
কুড়িগ্রামে ঐতিহ্যবাহী ধরলাব্রীজ পূর্বপাড় আল্লামা ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া ময়দানে গত ২২ ডিসেম্বর/২২ বৃহস্পতিবার আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয় তিন দিন ব্যাপী বিশাল ইজতেমা।
ইজতেমায় মুসল্লিদের খেদমতের জন্য নিয়োজিত রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার এক হাজার স্বেচ্ছাসেবক। ইজতেমায় নসিহত পেশ করবেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।
২৫ ডিসেম্বর ২০২২ পীর সাহেব চরমোনাই এর আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা সমাপ্ত হবে।
এন.এইচ/