নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি উপকূল এক্সপ্রেসটি সংস্কার ও নতুন সাজে সজ্জিত করা। নোয়াখালীবাসীর এ দাবি বারে বার উপেক্ষিত হয়ে আসছিল।
অবশেষে নোয়াখালী-১ আসনের জাতীয় সংসদ ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এইচ এম ইব্রাহিমের উদ্যোগে নতুন সাঁজে উপকূল এক্সপ্রেসটি ঢাকা থেকে নোয়াখালীতে চলাচল করবে।
১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নোয়াখালী বাসীর প্রতি ভালোবাসার স্বীকৃতিস্বরূপ, এইচ এম ইব্রাহিম এমপি উপকূল এক্সপ্রেস নোয়াখালী বাসিদের নতুন সাজে সজ্জিত করে উপহার দেন।
এ উপলক্ষে ঢাকার কমলাপুর ২নং প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, উপস্থিত ছিলেন সংসদ সদস্য এইচ, এম ইব্রাহিম, রেল মন্ত্রণালয় সচিব ডঃ হুমায়ুন কবির, ডিজি বীরেন্দ্র নাথ মজুমদার।
আয়োজিত অনুষ্ঠানে রেল মন্ত্রী বলেন নোয়াখালী বাসীর দীর্ঘদিনের একটি দাবি আজকে আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। খুব শীঘ্রই নোয়াখালী রেলওয়ে লাইনে নতুন একটি আধুনিক ট্রেন সংযোজন হবে।
উপকূল এক্সপ্রেস টি যাত্রীদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






