নাজমুল হাসান
অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল প্রেজেন্ট নিউজ ডট নেটের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার ২৩ সেপ্টেম্বর রাজধানীর রামপুরায় আবু সাঈদ গ্লোবাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রেজেন্ট নিউজের উদ্যোগে এই আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার অর্ধশতাধিক তরুণ প্রতিনিধি কর্মশালায় অংশ নেন।
এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রেজেন্ট নিউজের নির্বাহী সম্পাদক মুনতাছির আহমাদ। এরপর ‘মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহের কলা-কৌশল ও সংবাদ লেখার নিয়ম’ নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ও প্রেজেন্ট নিউজের সহ-সম্পাদক নাজমুল হাসান।
কর্মশালায় ‘উপস্থাপনা ও সাক্ষাৎকার গ্রহনে’র বিষয়ে আলোচনা করেন জনপ্রিয় মিডিয়া উপস্থাপক শাহ ইফতেখার তারিক। ‘ডিজিটাল নিরাপত্তা ও তথ্য অধিকার আইন’ বিষয়ে ডেইলি বাংলাদেশ এর সম্পাদক রণি রেজা, ‘ই-জার্নালিজম ও বস্তুনিষ্ঠ পাঠকপ্রিয় সংবাদ তৈরি’ বিষয়ে প্রবাস টাইম এর সম্পাদক বাইজিদ আল হাসান, ‘ফিচার লেখার কৌশল’ বিষয়ে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, ‘অনুসন্ধানী প্রতিবেদন ও অপরাধ সাংবাদিকতা’ বিষয়ে যুগান্তরের সিনিয়র রিপোর্টার জোবায়ের আহসান জাবের, ‘আন্তর্জাতিক সংবাদ তৈরি ও অনুবাদ’ বিষয়ে যুগান্তরের তানজিল আমির, ‘মোবাইল সাংবাদিকতা ও লাইভের কৌশল’ বিষয়ে সমকাল রিপোর্টার জাকারিয়া ইবনে ইউসুফ, ‘মাঠ সাংবাদিকতার কলা কৌশল’ বিষয়ে ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার নূরউদ্দিন তাসলিম প্রমূখ আলোচন করেন।
প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রেজেন্ট নিউজ সম্পাদক নূরুল করীম আকরামের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মুনতাছির আহমাদের সঞ্চালনায় বর্ষসেরা প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। নতুনদের মাঝে নিয়োগপত্র ও কার্ড প্রদান করা হয়। এছাড়াও নতুন প্রতিনিধিদের মাঝে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনের জন্য সনদ প্রদান করা হয়।
এন.এইচ/
3 thoughts on “প্রেজেন্ট নিউজের দিনব্যাপী সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা”
অনেক অনেক শুভকামনা রইল প্রেজেন্ট নিউজের জন্য
সুন্দর একটি প্রশিক্ষণ ও কর্মশালা ছিল
আমি আপনাদের সাথে কাজ করতে আগ্রহী।
লেখা পড়া ফাস্ট টু লাস্ট কওমী মাদরাসা।
বর্তমান
তাকমীল ফিল হাদিস
জামিয়া ইসলামিয়া দারুল উলুম কমলপুর ভৈরব।
কিশোরগঞ্জ।
মোবাইল
01742743125