ইসমাইল হোসেন রাহাত, ইবি প্রতিনিধি:
‘জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস’ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের উদ্যোগে ‘রক্তদানে উৎসাহ ও সচেতনতা’ শীর্ষক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ২ নভেম্বর “জাতীয় সেচ্ছায় রক্তদাতা দিবস” কে সামনে রেখে ‘তারুণ্য’ গত ২৪ অক্টোবর থেকে ১০ দিন ব্যাপী “রক্তদাতা সদস্য সংগ্রহ ও বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী” পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ কর্মসূচীর শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য “রক্তদানে উৎসাহ ও সচেতনতা” শীর্ষক উন্মুক্ত সেমিনার এর আয়োজন করেছে।
তারুণ্যের সভাপতি আশিফা ইসরাত জুঁই এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশবিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: আনোয়ারুল হক।
প্রধান আলোচক অধ্যাপক ড. আনোয়ারুল হক সেমিনারে রক্তদানের সঠিক সময়, রক্তদান পূর্ব মানসিক প্রস্তুতি ও রক্তদান পরবর্তী সচেতনতা, নারীদের রক্তদানের নির্দিষ্ট সময় সহ বিভিন্ন বিষয় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে স্লাইড প্রেজেন্টেশন আকারে আলোচনা করেন।
প্রসঙ্গত, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালের ২৯ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে অরাজনৈতিক, জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। প্রতিষ্ঠা পরবর্তী সংগঠনটি বৈষম্যহীন সমাজ গঠনে তারুণ্যের শক্তিকে কাজ এ লাগিয়ে তরুণদের মধ্যে স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তোলা, দক্ষ নেতৃত্ব গড়ে তোলা, শিল্প ও সাংস্কৃতিক মূল্যবোধ গঠনে উন্মুক্ত লাইব্রেরী আয়োজন করা, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক কাজ করে আসছে।
আর.আই/