ইসমাইল হোসেন রাহাত, ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ধর্মতত্ত্ব অনুষদের দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (০৯ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়কারী প্রফেসর ড. হাফেজ আবূ নোমান মোঃ এরশাদ উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে যে, দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষদ ভবনের চতুর্থ তলায় ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার সভায় চূড়ান্ত ভর্তির অনুমতি প্রদান করা হবে।
ধর্মতত্ত্ব অনুষদের ডি ইউনিটভূক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ৯টি আসন ফাঁকা রয়েছে। ফলে শূন্য আসন পূরণে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারের আহবান করা হয়েছে।
উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরিক্ষার হলের মূল প্রবেশ পত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমান পরিক্ষার প্রবেশপত্র, রেজিষ্ট্রেশন কার্ড, মার্কশীট, সার্টফিকেট, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র এবং সদ্য তোলা আট কপি ছবি নিয়ে আসার জন্য বলা হয়েছে।
আর.আই/