ইসমাইল হোসেন রাহাত, ইবি প্রতিনিধি:
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইসলামী বিশ্ববিদ্যালয় ক্বারী সোসাইটির উদ্যোগে “বিশুদ্ধ কুরআন শিক্ষা কোর্স” প্রথম ব্যাচের সবক প্রদান ও দোয়া মাহফিল সোমবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ০৬ টায় শহীদ জিয়াউর রহমান হল মসজিদে অনুষ্ঠিত হয়।
ক্বারী সোসাইটি ইবির উপদেষ্টা ক্বারী মোঃ সাইফুল্লাহ বিন নামর এর সভাপতিত্বে ও ক্বারী মো. হারুনুর রশিদের সঞ্চালনায় সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কোর্সের প্রধানক্বারী নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, জালালাবাদ স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসাইন, শহীদ জিয়াউর রহমান হল ছাত্রলীগ নেতা হানিফ হোসাইন, ছাত্রলীগ নেতা সুমন আহমদ, ছাত্রলীগ নেতা মীর মো. শুভ, ক্বারী সোসাইটির নাজিম ক্বারী সালেহ আহমদ রায়হান, সহকারী নাজিম ক্বারী তারেক রেজা খান ও নবীন শিক্ষার্থীদের সবক প্রদান করেন ক্বারী বোরহান আহমদ।
এতে উপস্থিত ছিলেন কোর্স প্রশিক্ষক ক্বারী আহবাব দস্তগীর, ক্বারী জাহিদ হাসান, ক্বারী আবরার দস্তগীর, ক্বারী মোহাম্মদ আলী, মো. মুজিবুর রহমান শরিফ, ক্বারী মো. জাকারিয়া আহমদ, ক্বারী মো. আব্দুল মুমিন প্রমূখ।
দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাফিজ মো. ওয়ালিউল্লাহ’র দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আর.আই/